মতাদর্শে মিল থাকলেও শিবিরের সঙ্গে কোনো সম্পর্ক নেই: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে 'হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র' স্থাপনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সংগঠনটি। ছাত্রীসংস্থার জাবি শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, ছাত্রশিবিরের সঙ্গে তাদের মতাদর্শগত কিছু মিল থাকলেও সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।
রোববার (২১ ডিসেম্বর) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কার্যক্রম চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।
জান্নাতুল ফেরদৌস বলেন, 'আমাদের মতাদর্শের সঙ্গে ছাত্রশিবিরের কিছু মিল থাকলেও সাংগঠনিকভাবে শিবিরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ৫ আগস্টের পর আমরা ধীরে ধীরে কাজ শুরু করেছি। মেয়েদের সংগঠন হিসেবে কিছু বিষয় দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, তাই কাজ গোছাতে কিছুটা সময় লেগেছে।'
সাংগঠনিক কাঠামোর বিষয়ে তিনি জানান, বর্তমানে ক্যাম্পাসে তাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। তিনি সভানেত্রীর দায়িত্বে আছেন এবং ২০২৬ সালে কমিটি ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে তাদের ১০-১৫ জন সদস্য তথ্যকেন্দ্রে এবং আরও ২০-২৫ জন সদস্য ক্যাম্পাসের বাইরে পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন।
তিনি আরও বলেন, 'এমন নয় যে আমরা আগে কোনো কার্যক্রমে ছিলাম না। যেসব কার্যক্রম আমাদের মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলোতে আমরা আগেও অংশ নিয়েছি এবং ভবিষ্যতেও থাকব। মতাদর্শের সঙ্গে সাংঘর্ষিক কোনো কার্যক্রমে আমরা যুক্ত হব না।'
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান জানিয়েছেন, ছাত্রীসংস্থা সম্পর্কে তাদের আগে থেকে কোনো ধারণা ছিল না। তিনি বলেন, 'সাংবাদিকেরা যেভাবে আজ প্রথম তাদের দেখেছেন, আমরাও সেভাবেই প্রথম দেখেছি। ছাত্রীসংস্থার সঙ্গে শিবিরের কোনো সাংগঠনিক, কার্যক্ষেত্র বা কর্মপদ্ধতিগত মিল নেই। তবে আদর্শিকভাবে কিছু জায়গায় মিল থাকতে পারে।'
তিনি আরও বলেন, 'ছাত্রশিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। অন্য কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সঙ্গে আমাদের গঠনতান্ত্রিক সম্পর্ক নেই। আশা করি, সামনের দিনগুলোতে তারা ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে ছাত্রী সমাজের মধ্যে কাজ করবে এবং ক্যাম্পাসের যৌক্তিক আন্দোলনগুলোতে শিক্ষার্থীদের পাশে থাকবে।'
