চট্টগ্রামে বিএনপির বিশাল সমাবেশ, তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের আহ্বান

চট্টগ্রামের রেলওয়ে পলো গ্রাউন্ডে আজ (১০ মে) এক বিশাল জনসমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। তরুণ ভোটারদের সক্রিয় করা ও তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পলো গ্রাউন্ডে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুর নাগাদ পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি বক্তব্য রাখেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য রাখেন।
এছাড়া, লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চট্টগ্রামের ৯৯টি উপজেলার পাশাপাশি মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ ঘিরে নগরীর টাইগার পাস থেকে কদমতলী পর্যন্ত এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ খালি পায়ে, বাসে-ট্রাকে বা মিছিল করে সমাবেশস্থলে পৌঁছান। অনেকেই ঢোল-বাদ্য বাজিয়ে স্লোগান দিতে দিতে মাঠে আসেন। টাইগার পাস মোড়ে জড়ো হওয়া একটি বড় মিছিল পরে পলো গ্রাউন্ডের দিকে যাত্রা করে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এক কোটি তরুণ ভোটারকে রাজনীতিতে সম্পৃক্ত করা। তরুণদের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা ও শিল্প উন্নয়নের মূলধারায় আনাই আমাদের লক্ষ্য।'
মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মহানগরের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়েছে। তরুণদের সাড়া অভূতপূর্ব।'
যদিও সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন, তবে এটি বিএনপির সাংগঠনিক শক্তি এবং তরুণ প্রজন্মের মধ্যে দলটির জনপ্রিয়তাও তুলে ধরেছে।
সমাবেশে তামিম ইকবাল

এদিকে চট্টগ্রামে বিএনপির যুব সমাবেশে উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি মঞ্চে আসেন।
পরে তামিমকে মঞ্চে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনয়েম মুন্না ও ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।