ওসমান হাদির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পোস্টে তিনি লেখেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা সহ সারাদেশে শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র বিক্ষোভ মিছিল। সকলে যোগ দিন। এই দেশকে পরাজিত হায়েনাদের হাত থেকে রক্ষা করুন।'
