‘অপচয়মূলক’ ক্যালিব্রি বাদ দিয়ে কূটনীতিকদের টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনীতিকদের ক্যালিব্রি ফন্ট ব্যবহার না করে আবার টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
রুবিওর পূর্বসূরি অ্যান্টনি ব্লিনকেন ২০২৩ সালে ক্যালিব্রি ফন্ট চালু করেছিলেন। তিনি বলেছিলেন, এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও বেশি সহজলভ্য।
কিন্তু রুবিও এটিকে একটি "অপচয়মূলক" বৈচিত্র্য সংক্রান্ত পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং যুক্তি দিয়েছেন যে টাইমস নিউ রোমান ফন্ট অধিক আভিজাত্যপূর্ণ ও পেশাদারী।
নতুন নির্দেশনা ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং এটি উভয়, অভ্যন্তরীণ ও বহিরাগত নথিপত্রে প্রযোজ্য।
ক্যালিব্রি টাইপফেসের ডাচ ডিজাইনার লুকাস ডি গ্রুট বিবিসি নিউসহাওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিবর্তনকে "দুঃখজনক এবং হাস্যকর" বলে মন্তব্য করেন।
লুকাস ডি গ্রুট বলেন, আধুনিক কম্পিউটার স্ক্রিনে সহজে পড়ার জন্য ক্যালিব্রি ডিজাইন করা হয়েছিল। এই ফন্টটি টাইমস নিউ রোমানের বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই আগের ফন্টেই ফিরতে চাচ্ছেন রুবিও।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, টাইমস নিউ রোমানে পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "সকল যোগাযোগে একটি ঐক্যবদ্ধ, পেশাদার ভাব তুলে ধরার" লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
মুখপাত্র আরও বলেছেন, "এই মানদণ্ডের সঙ্গে ডিপার্টমেন্টের অনুশীলনকে সামঞ্জস্যপূর্ণ করার ফলে নিশ্চিত হবে যে আমাদের যোগাযোগগুলো সরকারি দাপ্তরিক চিঠিপত্রে প্রত্যাশিত মর্যাদা, ধারাবাহিকতা এবং আনুষ্ঠানিকতা বজায় রাখছে।"
টাইমস নিউ রোমান একটি সেরিফ ফন্ট, অর্থাৎ এ অক্ষরগুলোর শেষে ছোট রেখা বা ডাঁটি থাকে। সাধারণত আদালত, আইনসভা এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো অপেক্ষাকৃত এই আনুষ্ঠানিক ফন্টটি ব্যবহার করে থাকে।
আর ক্যালিব্রি হলো একটি স্যান্স সেরিফ ফন্ট, যেখানে সেই রেখাগুলো থাকে না এবং এটি স্ক্রিনে সহজে পড়া যায় বলে মনে করা হয়, বিশেষ করে দৃষ্টি বা পঠনজনিত সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য।
মঙ্গলবার কূটনীতিকদের টাইমস নিউ রোমানে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করার সময়, ব্লিঙ্কেনের ক্যালিব্রি ব্যবহার করার সিদ্ধান্তকে 'অপচয়পূর্ণ বৈচিত্র্যমূলক পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেন রুবিও।
গত ১১ মাসে ট্রাম্প প্রশাসন সরকারি কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন এনেছে, যার লক্ষ্য হলো বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিকরণ সংক্রান্ত উদ্যোগগুলো বাতিল করা।
সর্বশেষ পরিবর্তনের অংশ হিসেবে, ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে তারা জাতীয় উদ্যানগুলোতে বিনামূল্যে প্রবেশের দিন হিসেবে কৃষ্ণাঙ্গ ইতিহাসকে সম্মান জানানো দুটি ফেডারেল ছুটি—মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন এবং জুনটিন্থ—বাতিল করবে। এর পরিবর্তে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে (যা পতাকা দিবসের সাথে মিলে যায়) দর্শকরা বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন।
