নতুন চাকরির তিন দিনেই মিরপুরের আগুনে পুড়ে ছাই ১৬ বছরের মুনার সব স্বপ্ন

মাত্র তিন দিন আগে নতুন চাকরি শুরু করেছিলেন ১৬ বছর বয়সী মুনা আক্তার। ছয় মাস আগে বিয়ে হওয়া স্বামীর সঙ্গে একটি সুন্দর জীবনের স্বপ্ন বুনেছিলেন তিনি। কিন্তু মিরপুরের শিয়ালবাড়ি এলাকার ভয়াবহ আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
নেত্রকোনার মেয়ে মুনা প্রায় ছয় মাস আগে কাজের সন্ধানে ঢাকায় এসেছিলেন। কিন্তু গত মঙ্গলবার রাতে শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে তার সব স্বপ্ন শেষ হয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মুনার বড় বোন চম্পা আক্তার তার মরদেহ শনাক্ত করেন। মুনা যে গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন, সেটি দেখেই তিনি বোনকে চিনতে পারেন।
কান্নাজড়িত কণ্ঠে চম্পা বলেন, 'মাত্র তিন দিন হলো ও কাজে ঢুকেছে। বলেছিল, এবার ওর জীবনটা গুছিয়ে নেবে। কে জানত, জীবন গড়ার সুযোগ এভাবেই ছাই হয়ে যাবে!'
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিকের গোডাউন তার পাশের একটি কারখানায় লাগা আগুনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
প্রাথমিক শনাক্তকরণের পর মুনার মরদেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।