মিরপুরে অগ্নিকাণ্ড: কেন দিনভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসছে না আগুন?

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আজ (১৪ অক্টোবর) একটি কারখানা ও একটি রাসায়নিকের গুদামে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস।
সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, 'পোশাক কারখানা থেকে ১৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। তবে রাসায়নিক গুদামে কত জন মারা গেছেন সেটা এখনও অজানা।'
তিনি বলেন, 'রাসায়নিক গুদামে উদ্ধারকাজ চালাতে এখনও সরাসরি প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কারণ এটি অতিবিপজ্জনক। ভেতরে যেহেতু কয়েক ধরনের কেমিক্যাল রয়েছে, তাই প্রযুক্তির মাধ্যামে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'গার্মেন্টস অংশের আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু কেমিক্যাল গুদামের অংশটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারণ এখানে ৬/৭ ধরনের কেমিক্যাল রয়েছে। সেখানে থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।'
তাজুল ইসলাম বলেন, 'হিউম্যান ছাড়া যত টেকনোলজি আমাদের রয়েছে, সবগুলোই আমরা ব্যবহার করছি আগুন নিয়ন্ত্রণে। কিন্তু এই অংশের আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।'
কী ধরনের কেমিক্যাল রয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'ব্লিচিং পাউডার, পটাশ, এনজাইনসহ আরও বেশ কিছু কেমিক্যাল রয়েছে।'
তিনি আরও বলেন, 'পোশাক কারখানা অংশে সার্চিং অপারেশন শেষ। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।'
তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনও কাজ করছে আগুন নেভানোর। যোগ দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।