হাটহাজারীতে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে একটি প্রাইভেট কার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং দোতলা বাড়িটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত হঠাৎ আনিসুল ইসলামের পৈতৃক বাড়িতে হানা দেয়। তারা সেখানে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।
আগুনের খবর পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে গ্যারেজে থাকা একটি প্রাইভেট কার পুড়ে ছাই হয়ে যায়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। আগুনে বাড়িটির দুটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, খবর পাওয়ার পরপরই রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, 'অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আমরা তদন্ত করছি।'
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির (একাংশ) জ্যেষ্ঠ নেতা। তিনি অতীতে পরিবেশ ও বন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য ছিলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলার ঘটনার মধ্যেই এ ঘটনা ঘটল। পুলিশ হামলার কারণ খতিয়ে দেখছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
