লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে লালবাগের ইসলামবাগের চেয়ারম্যানঘাটে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি মোট ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে সিদ্দিকবাজারের আরও ৩টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেলা দেড়টার দিকে আমরা আগুন লাগার কথা জানতে পারি। লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগে এই কারখানাটি আছে বলে জানা গেছে। এখন পর্যন্ত যতটা জানা গেছে, এটি একটি প্লাস্টিক কারখানা।
মো. আনোয়ারুল ইসলাম বেলা ২টার দিকে বলেন, আগুন লাগার ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে। তবে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে যেতে দেরি হচ্ছে।
