রাজধানীতে উদীচীর কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠির কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আগুন নির্বাপনের কাজ চলছে।
এর আগে আজ সন্ধ্যায় কার্যালয়টিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একদল উত্তেজিত জনতা এসে উদীচীর কার্যালয়ে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
সে সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছিলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।
উদীচীর সঙ্গে সংশ্লিষ্ট পুলক রাজ নামের একজন নাট্যকর্মী বলেন, সোয়া ৭টার দিকে কিছু মানুষ এসে উদীচীর কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। ভেতরে কেউ আটকা পড়েনি।
