প্রথম আলো ভবনের আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলোর ভবনে দেওয়া আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার।
আহতেরা হলেন- মো. আলমগীর ও মো. শফিউল আলম। তারা দুইজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার।
শাহজাহান শিকদার বলেন, 'বৃহস্পতিবার রাতে প্রথম আলো অফিসের আগুন নির্বাপণের সময় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২ জন ফায়ার ফাইটার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।'
তিনি বলেন, 'তাৎক্ষণিকভাবে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৬০২ নম্বর রুমে ভর্তি আছেন। বর্তমানে উভয়ই আশঙ্কামুক্ত।'
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর একদল বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
