প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২২ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জকসু নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দুটি জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের সুরক্ষার জন্য গানম্যান দেওয়া হয়েছে, তাদের বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'
