প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১১
জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া একই সময়ে তেজগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৮।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় নতুন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, সোমবার (২২ ডিসেম্বর) প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় আলামতসহ ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ডিএমপি।
