খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তবে যে বাসাটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ মাদকসেবনের সরঞ্জাম, গুলির খোসা এবং নারীর উপস্থিতির আলামত পেয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ও নারীঘটিত বিরোধ বা আড্ডাকেন্দ্রিক দ্বন্দের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদ গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত নভেম্বর মাসে তন্নী নামের এক তরুণী এবং এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেন। স্থানীয়দের তথ্যমতে, এনসিপি নেতা মোতালেব শিকদার ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
সোমবারের ঘটনার পরপরই কথিত ওই দম্পতি বাসা থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ওই কক্ষে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় দ্রব্যের অবশিষ্টাংশ, মাদকসেবনের সরঞ্জাম এবং এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
ঘটনার পর মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ভেতরে ঢোকেনি। মূলত গুলিটি মাথার পাশ দিয়ে চলে যাওয়ায় চামড়া ফেটে ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, 'ভাড়াটিয়া দম্পতির পালিয়ে যাওয়ার বিষয়টি ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। ওই বাসা থেকে মাদকসেবনের আলামত পাওয়া গেছে। মাদক ও নারীদের আড্ডাকেন্দ্রিক কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে।'
