আগামীকাল স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, ১০০০ পুলিশ মোতায়েন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তার শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সেখানে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। একইসঙ্গে সৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বলে জানা গেছে।
নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এদিন এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
তিনি বলেন, 'দর্শনার্থী এবং আগত নেতাকর্মীসহ সবার জন্যই নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। সবাই যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানিয়ে নিরাপদে ফিরতে পারেন, সেজন্য পুরো ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'
সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, 'একেবারে বন্ধ বিষয়টি এমন নয়। তবে নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব।'
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, তারেক রহমানের আগমনের বিষয়ে এখনো দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবরের ভিত্তিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, 'স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আজ বিকেল থেকে বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাউন্ড, ড্রেন ও লেক পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে যা আগামীকাল দুপুর পর্যন্ত চলবে। পুলিশ কর্মকর্তারাও এসে নিরাপত্তার বিষয়গুলো দেখে গেছেন।'
