চট্টগ্রামে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও কর্মী নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (৩০)। তার সঙ্গে থাকা ছাত্রদল কর্মী তনিম হোসেন (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অপি দাশ ও তনিম হোসেন চিকনদণ্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, 'আজ সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ২ নং ওয়ার্ড অপি দাশের সাথে থাকা তনিম হোসেন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।'
স্থানীয়রা জানান, রাতে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিতে অপি দাশ ও তার সঙ্গে থাকা তনিম হোসেনর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অপুকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ টিবিএসকে বলেন, 'সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় অপিকে ও তার সঙ্গে থাকা তনিমকে ছুরিকাঘাত করা হয়। দুইজনই নিহত হয়েছেন।'
তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা আফসার উদ্দিন নামের একজনকে গ্রেফতার করেছি। কী নিয়ে বিরোধ হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, তবে ঘটনার সাথে জড়িত আসল আসামিকে গ্রেফতার করা হলে মূল বিষয় জানা যাবে। অন্যদের আটকে অভিযান চলছে।'