মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।
এ কে খন্দকার। ছবি: সংগৃহীত
বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এই তথ্য জানায়।
তাদের বার্তায় বলা হয়, আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে 'বীর উত্তম' উপাধি দেওয়া হয়।
