তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান

রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা। ১২০ বল হাতে রেখে জেতার দিনে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে মনে করলো মোহামেডান। এই জয়টি অভিজ্ঞ ওপেনারকে উৎসর্ক করেছে তারা।
গত ২৪ মার্চ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন তামিম। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে দ্রুততার সঙ্গে রিং পরানো হয়। এরপর আরও কদিন হাসপাতালে থাকা তামিম বিশ্রামে আছেন। উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুরে যাচ্ছেন দেশসেরা এই ওপেনার।
সাতটি ম্যাচে মোহামেডানকে নেতৃত্ব দিয়েছেন তামিম। প্রায় প্রতি ম্যাচেই রানের দেখা পেয়েছেন, করেছেন দুটি সেঞ্চুরি। কিন্তু হঠাৎ-ই জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে তিনি এখন মাঠের বাইরে। কখনও ক্রিকেটে ফেরা হবে কিনা, সেটাও বড় প্রশ্ন। মোহামেডান খেলে যাচ্ছে, জয় পাচ্ছে; এমন সময়ে তামিকে মনে পড়ছে দলের।
নিজের ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করে তামিমকে জয় উৎসর্গ করার ব্যাপারটি জানিয়েছেন তাওহিদ হৃদয়। মোহামেডানের নেতৃত্ব পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, 'আমরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সবাই আজকের জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি।'
মিরপুরে আজ প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। শামীম হোসেন পাটোয়ারীর ৮৯ রানের পরও ৩২.২ ওভারে ১৭৪ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলটির আর কেউ ১৯ রানের বেশি করতে পারেননি। তাইজুল ৪টি ও ইবাদত ৩টি উইকেট নেন। জবাবে ৩০ ওভারে জয় নিশ্চিত হয় মোহামেডানের। হৃদয় ৫৭ ও মিরাজ অপরাজিত ৬৭ রান করেন।