গৃহহীন থেকে ভারতের টেস্ট নায়ক: যশস্বী জয়সওয়ালের অবিশ্বাস্য উত্থান

ইংল্যান্ডের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন যশ্বসী জয়সওয়াল। ২০ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার ইতোমধ্যেই ভারতের পরবর্তী বড় তারকা হিসেবে গণ্য হচ্ছেন। সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও তার মিল দেখতে পাচ্ছেন অনেকে। কিন্তু জয়সওয়ালের খ্যাতির এই শীর্ষে ওঠার গল্পটা কজনের জানা?
ইংল্যান্ডের বিরুদ্ধে ভয়ডরহীন এক কিশোরের দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। যশস্বী জয়সওয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার পথটা কখনোই মসৃণ ছিল না। কণ্টকাকীর্ণ পথ পেরিয়েই ক্রিকেটের এই মহামঞ্চে নিজেকে পরিচিত করতে হয়েছে ২০ বছর বয়সী জয়সওয়ালকে।
নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে রাস্তায় রাস্তায় নাস্তা বিক্রি করেছেন জয়সওয়াল, থাকার মতো কোনো ঘরও ছিল না এই ওপেনারের। আইপিএলে খেলার মাধ্যমে সবার নজরে আসেন জয়সওয়াল।
২০১৯ সালে রাজস্থান রয়্যালস কিনে নেয় জয়সওয়ালকে। গত বছর আইপিএলে জস বাটলারের সঙ্গে বোলারদের ঘুম হারাম করা এক ওপেনিং জুটি গড়েন এই বাঁহাতি ওপেনার। ১৬৩ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন জয়সওয়াল।
নিজের টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে ১৭১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল, সেই ইনিংসে ৩৮৭ বল খেলেন এই ওপেনার, ক্রিজে ছিলেন প্রায় সাড়ে আট ঘন্টা। আর ইংল্যান্ডের বিপক্ষে তার সর্বশেষ ডাবল সেঞ্চুরির ইনিংস পুরো ক্রিকেট বিশ্বকে বাধ্য করেছে জয়সওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হতে৷
সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনই যেমন ধারাভাষ্যকক্ষ থেকে বলে উঠেছেন, 'জয়সাওয়াল একজন মহাতারকা।' সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এক্সে লিখেছেন, 'তুমি দুর্দান্ত, তোমার ব্যাট যেন জাদুর কাঠি হয়ে উঠেছে।'
নিজের ২১ তম প্রথম শ্রেণির ম্যাচে ১১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়সওয়াল। ভারতের করা ৩৯৬ রানের মধ্যে ২০৯ রানই এসেছে জয়সওয়ালের তলোয়ার থেকে। ভারতের হয়ে খেলার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল ২০ বছর বয়সী এই তরুণের, ১১ বছর বয়সে নিজের মা-বাবাকে ছেড়ে মুম্বাইতে চলে যান জয়সওয়াল।
এএফপিকে ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে জয়সওয়াল বলেছিলেন, 'আমি একটি খামারে ঘুমাতাম, আর আমার চাচার বাসায়ও যেতাম। কিন্তু সেই জায়গাটা এতই ছোট ছিল যে চাচা আমাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে বলেন।'
এরপর জয়সওয়াল মুম্বাইয়ের বিখ্যাত স্টেডিয়াম ওয়াংখেড়ের পাশে আজাদ মেইডেনের কাছে থাকা শুরু করেন। এই জায়গাটিকে ভারতের ক্রিকেটারদের আঁতুড়ঘর বলা হয়। আজাদ মেইডেনে জয়সওয়াল সারাদিন ক্রিকেট খেলতেন।
আর নিজের খেলার ফাঁকে ফাঁকে নাস্তা বিক্রি করতেন জয়সওয়াল। নিজের খাওয়ার এবং ক্রিকেট খেলার খরচ জোগাতে এই নাস্তা বিক্রি করার কাজ করতে হতো ভারতের বর্তমান টেস্ট ওপেনারকে। মুম্বাই রাজ্য দলের হয়ে ২০১৯ সালে অভিষেক হয় জয়সওয়ালের, তিনিই ভারতের লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, ১৭ বছর ২৯২ দিন বয়সে এই কীর্তি গড়েন জয়সওয়াল।