মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, 'একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। যে কথাকে ঘিরে এই মব সৃষ্টি করা হয়েছে—আমি ৫ আগস্ট একটি কালোশক্তি ঘটিয়েছে, এমন কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন।'
সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, 'আমাকে মব সৃষ্টিকারীরা (মবস্টার) হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে…আজ আপনাদের মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে।'
কারা মব সৃষ্টি করছেন জানতে চাইলে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, 'আমি ওদের চিনি না— বাচ্চা তো। ওরা সকাল ৭টা থেকে সেখানে আছে। শুনেছি তারা একটি ছাত্র সংগঠনের। তবে এটা আমাদের দলের ছাত্র সংগঠন নয়।'
তিনি বলেন, ''আমার বাসার সামনে জড়ো হয়ে 'ফজলু পাগলাকে গ্রেপ্তার কর, ফজলু পাগলাকে বাঁচতে দেব না, ফজলু পাগলাকে হত্যা কর,' এমন স্লোগান দেওয়া হচ্ছে। আমি নাকি ফজলু পাগলা। এই ফজলু পাগলা নামটি প্রথমে আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। এখন এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে।''
তিনি বলেন, 'আমি বাংলাদেশের একজন পাগলা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তারা আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তনেরা তো বাংলাদেশের সন্তান হইত না, এরা হইত পাকিস্তানের সন্তান। এটি খুবই হতাশাজনক।'
মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমি কোনো মামলা করব না; জিডি-টিডি কিছুই করব না।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, 'আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দেইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো।'
তিনি বলেন, 'আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে, অন্য দলের লোকেরা, আমি জামায়াত-শিবির, মুক্তিযুদ্ধ-বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি বলব। এতে যদি কোনো ধরনের, আমার কথার মধ্যে যদি, কারও অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটার পলিটিক্যালি এটার জবাব দেবে, আমি তাদের জবাব দিব।'
তিনি আরও বলেন, 'দলের পক্ষ থেকে শোকজের উত্তর আমি আমার দলকে দেব। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।'
মুক্তিযুদ্ধের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। আমি নিশ্চিতভাবে বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ।'
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, 'দেশের মানুষকে বলতে চাই আমি বড় শঙ্কায় আছি। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার স্ত্রী-সন্তানদের নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না। কিন্তু অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।'
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে রোববার রাতে বিএনপি ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে বিক্ষোভ করছেন কয়েকজন। রোববার মধ্যরাত থেকে 'বিপ্লবী ছাত্র জনতা' ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ', 'জুলাই রাজবন্দী'সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নিয়েছেন।
সোমবার সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়।