‘বাইসাইকেল থিভস’ চলচ্চিত্রের সেই শিশু অভিনেতা এনজো স্তাইওলা মারা গেছেন

এক সাক্ষাৎকারে স্তাইওলা বলেন, তিনি স্কুল থেকে বাড়ি ফেরার সময় লক্ষ্য করেন একটি গাড়ি তাকে অনুসরণ করছে। পরে, পরিপাটি পোশাক পরা ভদ্রলোক, ডি সিকা সেই গাড়ি থেকে নেমে তাঁর নাম জানতে চান।