বাজেট ছাড়িয়েছিল দ্বিগুণ: ‘লগান’ চলচ্চিত্র প্রযোজনায় যে বিপাকে পড়েছিলেন আমির খান
২০০১ সালের এই ক্লাসিক বানানোর পেছনের এক গল্প শুনিয়েছেন আমির। পরিচালক আশুতোষ গোয়ারিকর প্রথমে ২০০০ অতিরিক্ত শিল্পী চেয়েছিলেন। কিন্তু শুটিংয়ের দিন সকালে তিনি বেঁকে বসেন, তার নতুন আরও ১০০০ শিল্পী লাগবে!
