স্মার্ট এনআইডি প্রকল্পে আরও ৪২৯ কোটি টাকার বরাদ্দ চায় নির্বাচন কমিশন
'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)' প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নে চলতি ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় তথ্যভান্ডার রক্ষণাবেক্ষণ ও জাতীয় স্মার্ট পরিচয়পত্র (এনআইডি) ইস্যু কার্যক্রম চালিয়ে যেতে এ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ইসি।
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রকল্পটির জন্য অতিরিক্ত ৪২৯ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছে ইসি সচিবালয়।
গত ৯ নভেম্বর অর্থ বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে চলতি অর্থবছরে ইসির উন্নয়ন বাজেট ২২৯ কোটি ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬৫৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা করার অনুরোধ জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ টিবিএসকে বলেন, "আমরা বাজেট বাড়ানোর প্রস্তাব করেছি। এখন মন্ত্রণালয় তা বিবেচনা করবে।"
ইসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পটি একনেকে অনুমোদিত। চলতি ৩০ নভেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে। তাই মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংশোধিত বাজেটে অতিরিক্ত এই টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
ভোটারদের তথ্যভান্ডার তৈরি, স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং তথ্যভান্ডার রক্ষণাবেক্ষণের কাজ তিনটি প্রধান প্রকল্পের অধীনে করা হয়। এসব প্রকল্পে ইতোমধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রথম প্রকল্প ছিল 'প্রিপারেশন অব ইলেক্টোরাল রোল উইথ ফটোগ্রাফ অ্যান্ড ফ্যাসিলিটেটিং দ্য ইস্যুয়েন্স অব ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস'। এরপর ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ১ হাজার ৬৯৬ কোটি টাকায় বাস্তবায়িত হয় 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিএ)' প্রকল্প। বর্তমানে এর দ্বিতীয় পর্যায়ের 'আইডিইএ-২' প্রকল্পের কাজ চলমান।
ইসি সূত্র জানায়, অতিরিক্ত ব্যয়, প্রযুক্তিগত হালনাগাদ, ডেটাবেইস রক্ষণাবেক্ষণ এবং স্মার্ট এনআইডি সেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কারণে প্রকল্পটির বরাদ্দ বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)' প্রকল্পের লক্ষ্য হলো দেশে একটি নিরাপদ, যথার্থ ও বিশ্বাসযোগ্য জাতীয় পরিচিতি ব্যবস্থা (স্মার্ট এনআইডি সিস্টেম) গড়ে তোলা, যা অধিকতর দক্ষ এবং স্বচ্ছ সেবা প্রদানের ভিত্তি হিসেবে কাজ করবে।
