আপনারা কি অর্থনীতির ভালো কিছুই দেখেন না? দেখতে হলে অন্তর্দৃষ্টি লাগবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ এবং অর্থনীতি নিয়ে যারা ক্রমাগত সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'আপনারা কেবল গ্লাসের খালি অংশটা না দেখে যে অর্ধেকটা ভরা আছে, সেটাও দেখুন। আপনারা কি অর্থনীতির ভালো কিছুই দেখেন না? দেখতে হলে অন্তর্দৃষ্টি লাগবে।'
আজ সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, 'আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে—আপনারা বলতে পারেন।'
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।
সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।