মাইলস্টোন ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর আজ বুধবার (২৩ জুলাই) সকাল থেকেই মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাংবাদিক ও কৌতূহলী দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে।
ফটকের সামনে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অভিভাবকদের ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে তুরাগ থানার কমিউনিটি পুলিশ সদস্য মো. রফিকও জানান, তাদেরকে বলা হয়েছে সাংবাদিকদের ভেতরে ঢুকতে না দিতে এবং বাইরে অপেক্ষা করতে বলতে।
আগের দিনের মতো আজও সকাল থেকে স্কুলের সামনে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও ছিলেন। অনেককেই গেটের ফাঁক দিয়ে দুর্ঘটনাস্থলের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।
এদিকে, স্কুলের শিক্ষক-কর্মচারীদের নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
তবে মাইলস্টোন গ্রুপের পরিচালক রাসেল তালুকদার সাংবাদিকদের বলেন, 'এই (প্রবেশে নিষেধাজ্ঞা) বিষয়ে আমরা এখনও কিছু জানি না।'