৭১ টিভিতে প্রচারিত প্রতিবেদন বিভ্রান্তিকর: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন

৭১ টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পিডিবিএফের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক শরিফ উদ্দিন তালুকদার।
লিখিত বক্তব্যে পিডিবিএফ জানায়, গাড়ি ক্রয়, জনবল নিয়োগ, আসবাবপত্র সংগ্রহ ও বোর্ড সদস্যদের মেয়াদোত্তীর্ণ হওয়া—এসব কার্যক্রম সম্পূর্ণ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তাদের দাবি, এসব বিষয়ে ৭১ টিভির প্রতিবেদনে যে তথ্য প্রচারিত হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে।
এ সময় সাংবাদিক সুশান্ত সিনহার বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, তিনি অতীতে প্রতিষ্ঠানবিরোধী একটি চক্রের সঙ্গে যুক্ত থেকে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিডিবিএফের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, 'আমরা ব্যক্তির পক্ষে নয়, প্রতিষ্ঠানের পক্ষে এসেছি। এমডি পদের গাড়ি ব্যক্তিগত না, প্রতিষ্ঠানের সম্পদ। যে-ই এমডি থাকবেন, গাড়ি ব্যবহার করতে পারবেন। সংবাদে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।'
পিডিবিএফের অডিট বিভাগের যুগ্ম পরিচালক শাহেদুর রহমান খান বলেন, "এমডি নিয়োগ সরকার ও বোর্ড অফ গভর্নর দেয়। আমরা কাউকে নিয়োগ দেইনি। প্রশাসনিক নিয়মে দায়িত্ব ভারপ্রাপ্ত এমডিকে দেওয়া হয়েছে।"