আরপিও সংশোধনী: নির্বাচনে ভুয়া খবর ছড়ালে জরিমানাসহ সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড

তবে, দায় শুধু ভুয়া তথ্য সৃষ্টিকারীর নয়; এমন তথ্য প্রচার বা বিস্তারে অংশ নেওয়া রাজনৈতিক দল, প্রচার সংগঠন ও গণমাধ্যমও যৌথভাবে দায়ী থাকবে। এর ফলে বিভ্রান্তিকর তথ্যের উৎস ও প্রচারক; উভয়কেই আইনের আওতায়...