যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির প্রস্তুতি সম্পন্ন, মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার; নির্বাহী আদেশে সই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সই করা এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন, চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার মাধ্যমে ২০২৪ সালের একটি আইনের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত শর্তগুলো পূরণ করা হবে।
নতুন মার্কিন কোম্পানিটির মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপের এ মূল্য কিছু বিশ্লেষকের পূর্বাভাসের চেয়ে অনেক কম।
ট্রাম্প বৃহস্পতিবার আইনটির প্রয়োগ ২০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন। এই আইন অনুযায়ী, চীনা মালিকরা অ্যাপটি বিক্রি না করলে তা নিষিদ্ধ হয়ে যাবে। টিকটকের মার্কিন সম্পদগুলোকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে আলাদা করা, মার্কিন ও অন্যান্য বিনিয়োগকারীদের একত্রিত করা এবং চীন সরকারের অনুমোদন লাভের চেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এই নির্বাহী আদেশ জারির মাধ্যমে বোঝা যাচ্ছে, টিকটকের মার্কিন সম্পদ বিক্রির বিষয়ে অগ্রসর হয়েছেন ট্রাম্প। তবে এখনও অনেক বিষয় পরিষ্কার করা বাকি, যার মধ্যে অন্যতম হলো—মার্কিন কোম্পানিটি টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, অর্থাৎ এর রিকমেন্ডেশন অ্যালগরিদম কীভাবে ব্যবহার করবে।
ওভাল অফিসের এক ব্রিফিংয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেন, 'চীনের পক্ষ থেকে কিছুটা বাধা ছিল, কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল টিকটককে চালু রাখা। একইসাথে আমরা আইন অনুযায়ী আমেরিকানদের তথ্যের গোপনীয়তা রক্ষা করাও নিশ্চিত করতে চেয়েছি।'
ট্রাম্পের আদেশে বলা হয়েছে, অ্যালগরিদমটিকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে; আর তা পর্যবেক্ষণ করবে মার্কিন কোম্পানির নিরাপত্তা অংশীদাররা। অ্যালগরিদমটির কার্যক্রম নতুন যৌথ উদ্যোগের নিয়ন্ত্রণে থাকবে।
ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন।
ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের পদক্ষেপের বিষয়ে টিকটকও কোনো মন্তব্য জানায়নি।
ট্রাম্প গত বছর দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার জন্য টিকটককে কৃতিত্ব দেন। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা দেড় কোটি। হোয়াইট হাউসও গত মাসে একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।
ট্রাম্প বলেন, 'এটি পুরোপুরি আমেরিকানদের দ্বারা পরিচালিত হবে।'
তিনি জানান, ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেল; ফক্স নিউজের মালিক ফক্স কর্প ও সংবাদপত্র প্রকাশক নিউজ কর্প-এর চেয়ারম্যান এমেরিটাস রুপার্ট মারডক এবং 'সম্ভবত আরও চার-পাঁচজন বিশ্বমানের বিনিয়োগকারী' এই চুক্তির অংশ হবেন।
তবে ১৪ বিলিয়ন ডলারের এই মূল্যায়ন কীভাবে করা হলো, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি।
টিকটকের চীনা মূল কোম্পানি বাইটড্যান্স তাদের নতুন কর্মচারী শেয়ার বাইব্যাক পরিকল্পনা অনুযায়ী নিজেদের বাজারমূল্য ৩৩০ বিলিয়ন ডলারের বেশি নির্ধারণ করেছে। কোম্পানির মোট আয়ের ক্ষুদ্র অংশ আসে টিকটক থেকে।
ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভসের মতে, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যালগরিদম ছাড়া টিকটকের আনুমানিক মূল্য ছিল ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার।
ইউনিভার্সিটি অভ মিনেসোটা ল স্কুলের অধ্যাপক অ্যালান রোজেনস্টাইন বলেন, এই নির্বাহী আদেশে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি, যার মধ্যে অন্যতম হলো: বাইটড্যান্স অ্যালগরিদমটির নিয়ন্ত্রণ ধরে রাখবে কি না।
শুক্রবার চীনা গণমাধ্যমগুলোও টিকটক চুক্তি নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছে। ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্স একটি গুরুত্বপূর্ণ বা পরিচালন ভূমিকায় থাকতে পারে।
চীনা সংবাদমাধ্যম লেটপোস্ট সূত্রের বরাতে জানিয়েছে, টিকটকের মার্কিন কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে বাইটড্যান্স একটি নতুন মার্কিন কোম্পানি প্রতিষ্ঠা করবে।
প্রতিবেদনে বলা হয়, বাইটড্যান্সের প্রতিষ্ঠিত নতুন এই কোম্পানিটি ই-কমার্স, ব্র্যান্ডিং কার্যক্রম ও আন্তর্জাতিক কার্যক্রমের সাথে আন্তঃসংযোগের দায়িত্বে থাকবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের বর্ণিত এবং ১৪ বিলিয়ন ডলার মূল্যের যৌথ উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা, বিষয়বস্তু ও সফটওয়্যার সুরক্ষা এবং সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসার দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে হোয়াইট হাউস ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানায় ওরাকল ও অন্যান্যরা
চুক্তি সম্পর্কে অবগত দুটি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, ওরাকল ও প্রাইভেট-ইকুইটি ফার্ম সিলভার লেকসহ তিনটি বিনিয়োগকারীর একটি গ্রুপ টিকটক ইউএস-এর প্রায় ৫০ শতাংশ অংশীদারত্ব নেবে।
একটি সূত্র জানিয়েছে, বাইটড্যান্সের বর্তমান শেয়ারহোল্ডারদের একটি গ্রুপের হাতে থাকবে প্রায় ৩০ শতাংশ অংশীদারত্ব। বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে সাসকোহানা ইন্টারন্যাশনাল গ্রুপ, জেনারেল আটলান্টিক ও কেকেআর রয়েছে।
সূত্রটি আরও বলেছে, টিকটকের প্রতি বিনিয়োগকারীদের তীব্র আগ্রহের কারণে ৫০ শতাংশ অংশীদারত্বের পরিমাণ এখনও পরিবর্তিত হতে পারে।
ওরাকল ও সিলভার লেক মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর আগে সিএনবিসির প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছিল, আবুধাবিভিত্তিক এমজিএক্স, ওরাকল ও সিলভার লেক সম্মিলিতভাবে ৪৫ শতাংশ মালিকানা নিয়ে টিকটক ইউএস-এর প্রধান বিনিয়োগকারী হতে চলেছে।
সিএনবিসির এই প্রতিবেদনের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে এমজিএক্স তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি।
হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা জানান, টিকটকের মার্কিন কার্যক্রমের চুক্তিতে নতুন সত্তার জন্য সাত সদস্যের বোর্ডে বাইটড্যান্স একজনকে নিয়োগ দেবে এবং বাকি ছয়টি পদে থাকবেন আমেরিকানরা।
২০২৪ সালের আইন অনুযায়ী, বাইটড্যান্সকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে তাদের মার্কিন সম্পদ বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছিল, নইলে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হবে। সেই শর্ত পূরণের জন্য টিকটক ইউএস-এ বাইটড্যান্সের অংশীদারত্ব ২০ শতাংশের কম থাকবে।