ভাঙ্গায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে কুপিয়ে আহত

ফরিদপুরের ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে উপজেলা পরিষদ ও থানায় হামলার ঘটনা লাইভ সম্প্রচারের সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিক সরোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহত সাংবাদিক নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
সহিংসতার সময় ভাঙ্গা থানা ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বিক্ষোভকারীদের থামাতে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে তারা জনতার ধাওয়ার মুখে পড়ে এবং পাশের মডেল মসজিদে আশ্রয় নেয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এর আগে, সংসদীয় আসন পুনর্নির্ধারণ ও পুলিশের দায়ের করা একটি মামলার প্রতিবাদে আন্দোলনকারীরা ভাঙ্গা থানা ঘেরাও করে। অবরোধকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালায়। একইসঙ্গে তাদের বারোটি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এই সহিংসতার কারণে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিকেল সাড়ে ৩টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং মহাসড়কে সীমিত আকারে যান চলাচল শুরু হয়।
আন্দোলনে আলগী ও হামিরদী ইউনিয়নের পাশাপাশি ভাঙ্গা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।