‘তুমি কে আমি কে, হাদি হাদি’ স্লোগানে শাহবাগ অবরোধ
'তুমি কে, আমি কে? হাদি হাদি' স্লোগানে শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা এ অবরোধের ডাক দেয়।
এ সময় তারা 'তুমি কে আমি কে, হাদি হাদি', 'জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে', 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব', 'লীগ ধর, জেলে ভর'সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।
শুক্রবার (১২ ডিসেম্বর) ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দুর্বৃত্তরা।
এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে ঐ রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
বিস্তারিত আসছে,
