ব্যক্তিগত ব্যবসা নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর চটলেন ট্রাম্প; 'নালিশ দেবেন' প্রধানমন্ত্রীর কাছে
ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলীয় এক সাংবাদিককে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওই সাংবাদিক 'অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন'।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)–এর জন লায়ন্স ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি কতটা সম্পদশালী হয়েছেন।
প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি জানি না। আমার সন্তানরা ব্যবসার দেখাশোনা করে। তবে আমার মনে হয়, আপনি এখন অস্ট্রেলিয়ার বেশ ক্ষতিগ্রস্ত করছেন। তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক চায়।'
তিনি আরও জানান, শিগগিরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে তার বৈঠক হবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমি তাকে আপনার ব্যাপারে বলব। আপনি খুব খারাপ সুরে কথা বলেছেন।'
লায়ন্স আরেকটি প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প আঙুল ঠোঁটে দিয়ে চুপ থাকার ইঙ্গিত দেন এবং অন্য সাংবাদিকের দিকে এগিয়ে যান।
গত জুনে জি–২০ সম্মেলন থেকে হঠাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ওয়াশিংটন ফিরে আসায় ট্রাম্প-আলবানিজ বৈঠক বাতিল হয়েছিল। এরপর থেকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বারবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন।
আলবানিজ এবিসি রেডিওকে সোমবার বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কে থাকবেন এবং সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা হবে। 'তিনি মঙ্গলবার রাতে একটি সংবর্ধনার আয়োজন করছেন। এছাড়া বছরের বিভিন্ন ফোরামে আমাদের দেখা হবে,' বলেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়া-মার্কিন সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। ট্রাম্প প্রশাসন অকাস চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া এই সাবমেরিন প্রকল্পের মূল্য প্রায় ২৩৯ বিলিয়ন ডলার।
এছাড়া গত এপ্রিলে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সব রপ্তানি পণ্যের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করে। বিষয়টি নিয়ে আলবানিজ বলেন, 'এটি বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।'
ট্রাম্পের প্রতিক্রিয়ার পর সাংবাদিক জন লায়ন্স বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি 'হাস্যকর'। তিনি বলেন, 'আমি গবেষণার ভিত্তিতে ভদ্রভাবে প্রশ্ন করেছি। এগুলো একেবারেই স্বাভাবিক সাংবাদিকতার অংশ, উসকানিমূলক নয়।'
এবিসি জানিয়েছে, ট্রাম্পের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে তাদের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফোর কর্নার্স–এর অংশ হিসেবেই লায়ন্স এসব প্রশ্ন করেছিলেন।
পরে হোয়াইট হাউসের এক সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ট্রাম্পের ওই জবাব প্রচার করা হয়। সেখানে ক্যাপশন দেওয়া হয়—'ট্রাম্প এক বিদেশি ভুয়া নিউজ হেরে যাওয়া সাংবাদিককে চুপ করালেন।'