মিথ্যে বলায় বন্ধ হয়ে যায় ট্রাম্পের ভাষণের সরাসরি সম্প্রচার

নির্বাচন নিয়ে মিথ্যা দাবি ও অভিযোগের কারণে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্প্রচার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনবিসি, এবিসি ও সিবিসি।
বৃহস্পতিবার তার ভাষণ চলাকালেই সম্প্রচার বন্ধ করে দেয় ওই সংবাদ মাধ্যমগুলো। নির্বাচনের ভোট গণনার সময়েই হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। দাবি করেন, তিনিই নির্বাচনে জিতেছেন এবং ভোট চুরির চেষ্টা চলছে বলে অভিযোগ জানান।
এমএসএনবিসির ব্রায়ান উইলিয়ামস সরাসরি সম্প্রচারের সময়েই এ নিয়ে কথা বলা শুরু করেন। এনবিসির লেস্টার হোল্ট জানান, 'আমাদেরকে এখানে বাধা দিতে হবেই। প্রেসিডেন্ট বেশ কয়েকটি মিথ্যা তথ্য প্রচার করছেন, এরমধ্যে ভোট জালিয়াতির অভিযোগও রয়েছে। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।'
সিবিসির নোরাহ ও'ডনেল সম্প্রচারের মধ্যেই ট্রাম্পের অভিযোগ যাচাই করেন। সিবিসির প্রতিনিধি ন্যান্সি করদেস জানান, ট্রাম্পের অভিযোগ অনুযায়ী অবৈধ ভোটের প্রমাণ পাওয়া যায়নি; দেরিতে ভোটদানের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।
এমএসএনবিসি তৎক্ষণাৎ সম্প্রচার বন্ধ করে দেয়। সম্প্রচার বন্ধ করেই ব্রায়ান উইলিয়ামস বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তবে আমরা ভুল সংশোধনের কাজই করছি। এখন পর্যন্ত ট্রাম্পের অভিযোগের কোনো প্রমাণ মেলেনি; তার জয়লাভের খবরও জানা যায়নি।'
এবিসি সম্প্রচার বন্ধের পরই হোয়াইট হাউস প্রতিনিধি জোনাথন কার্ল জানান, ট্রাম্পের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 'ভোট গণনায় দেরি হওয়ার বিষয়টি নিয়েই তিনি উত্তেজিত। সবসময়ই ভোট গণনা শেষ হতে সময় লাগে, এ বছরের জন্য তা আরও প্রাসঙ্গিক।'
ফক্স নিউজ ও সিএনএন ট্রাম্পের সম্পূর্ণ ভাষণ সম্প্রচার করেছে। সিএনএন সম্প্রচার বন্ধ না করলেও সম্প্রচারের সময়ই ট্রাম্পের প্রমাণ ছাড়া অভিযোগের ব্যাপারে বার্তা দেওয়া হয়। সম্প্রচার শেষে উপস্থাপক জেক ট্যাপার বলেন, 'প্রেসিডেন্টের এই বক্তব্য ও মিথ্যা অভিযোগ যুক্তরাষ্ট্রের জন্য দুঃখজনক। তার এসব মিথ্যা অভিযোগের মাধ্যমে তিনি গণতন্ত্রকেই আঘাত করছেন।'
ফক্স নিউজের বিল বেনেট ও বায়রন ইয়র্ক বলেন, ট্রাম্প নির্বাচনে অনিয়মের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করেননি, তার মানে এই নয়- অনিয়ম হয়নি। তবে প্রেসিডেন্ট ও তার আইনজীবীদের প্রমাণ দেখাতে হবে।
ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জন রবার্টস বলেন, 'আমরা আজ দেখলাম ভোট গণনার পর প্রেসিডেন্ট যখন বুঝতে পারলেন ফলাফল তার পক্ষে যাচ্ছে না; হোয়াইট হাউসে টিকে থাকতে অন্য পরিকল্পনা শুরু করলেন তিনি।'
ট্রাম্প পক্ষের গণমাধ্যম হিসেবে পরিচিত নিউইউর্ক পোস্ট 'ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন'- এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
- সূত্র: এপি