অভিনেতা সিদ্দিককে মারধর, পুলিশের হাতে সোপর্দ করল ‘ছাত্রদল’

অভিনেতা সিদ্দিকুর রহমানকে রমনা থানা থেকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গুলশান থানা পুলিশে একটি টিম তাকে নিয়ে বলে জানিয়েছে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম ।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'গুলশান থানায় সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।'
এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য পরিচয় দেওয়া একদল যুবক অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জালাল উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'অভিনেতা সিদ্দিককে ফ্যাসিস্ট অ্যাখ্যা দিয়ে ঘণ্টাখানেক আগে কিছু মানুষ থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।'
তিনি আরও বলেন, 'তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না যাচাই বাছাই চলছে।'
সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে, কিছু মানুষকে নিজেদেরকে ছাত্রদলের সদস্য হিসেবে পরিচয় দিতে শোনা যায়।
উত্তেজিত জনতা তাকে মারধর করছিল, পুলিশ সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। তারা মারধর করে তার জামা ছিঁড়ে ফেলে, এরপর তাকে থানায় নিয়ে যায়।
তবে উত্তেজিত জনতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।
সিদ্দিক গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন সিদ্দিক। নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দেখা গেছে এ অভিনেতাকে।
সিদ্দিক অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: হাউসফুল, হ্যালো, ছাইয়্যা ছাইয়্যা, গ্র্যাজুয়েট, মাইক, হাম্বা, বন্ধু এবং ভালোবাসা, চৈতা পাগল, বরিশালের মামা ভাগ্নে, আমাদের সংসার, চন্দ্রবিন্দু প্রভৃতি।