ফের পুতিন-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার একটি ফোনালাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর একটি প্রদর্শনী পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি।
এসময় পুতিন জানান, তিনি ট্রাম্পকে রুশ ব্র্যান্ডের তৈরি এসব পণ্য আমেরিকার বাজারে প্রচারের পরামর্শ দেবেন।
তবে কী বিষয়ে তারা আলোচনা করবেন নির্দিষ্ট করে তা জানাননি পুতিন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ২টায় এই ফোনালাপ হবে।
পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, ফোনালাপটি হবে ওয়াশিংটন সময় সকাল ১০টায়।
পুতিন ফোরামে দর্শকদের কাছে জানতে চান, ট্রাম্পকে কী প্রশ্ন করা যেতে পারে।
এক অতিথি উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে চলচ্চিত্র আদান-প্রদানের প্রস্তাব দেন।
মস্কো সময় সন্ধ্যা ৬টায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেন, পুতিন-ট্রাম্পের ফোনালাপ শুরু হয়েছে।
আলোচনার পর এর ফলাফল নিয়ে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি পঞ্চম ফোনালাপ। এসব ফোনালাপের মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান, অস্ত্র নিয়ন্ত্রণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার—যা পূর্ববর্তী মার্কিন প্রশাসনের আমলে চরমভাবে অবনতি হয়েছিল।
১৪ জুন অনুষ্ঠিত সর্বশেষ ফোনালাপে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।
আগামীকাল ৪ জুলাই পুতিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে শুভেচ্ছা জানাবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে পেসকভ কোনো মন্তব্য করেননি।
গত ১২ জুন রাশিয়ার জাতীয় দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়াকে অভিনন্দন জানান এবং মস্কো-কিয়েভের মধ্যে টেকসই শান্তির আশা প্রকাশ করেন।
ইউক্রেন এ নিয়ে ক্ষোভ জানায় এবং বলে, 'বিশ্বমঞ্চে মস্কোকে পুরস্কৃত করা উচিত নয়।'
সম্মেলনস্থল ত্যাগ করার সময় পুতিন বলেন, 'থেকে যেতে পারলে ভালো লাগত, তবে ট্রাম্পকে অপেক্ষায় রাখা শোভন হবে না।'