ইউক্রেনে লক্ষ্য থেকে পিছু হটবে না মস্কো, ফোনালাপে ট্রাম্পকে পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের একটি সমঝোতামূলক সমাপ্তি চায় মস্কো, তবে যুদ্ধ শুরুর মূল লক্ষ্য থেকে তারা পিছিয়ে আসবে না। এমন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।
উশাকভ সাংবাদিকদের জানান, এই বিস্তৃত আলোচনায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, 'ট্রাম্প আবারও ইউক্রেনে সামরিক কর্মকাণ্ড দ্রুত শেষ করার বিষয়টি উত্থাপন করেছেন।'
উশাকভ বলেন, 'ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা এখনো সংঘাতের রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে চলেছি।'
তিনি জানান, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি ও নিহত সেনাদের বিনিময়সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পুতিন তা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
উশাকভ আরও বলেন, 'আমাদের প্রেসিডেন্ট এটাও জানিয়েছেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবেই। অর্থাৎ, বর্তমান পরিস্থিতি ও তীব্র সংঘাতের যে পরিচিত মূল কারণগুলো রয়েছে, সেগুলো দূর করাই আমাদের উদ্দেশ্য, আর এই লক্ষ্য থেকে রাশিয়া পিছু হটবে না।'
ক্রেমলিনের পাঠানো বার্তায় এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন এনেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেছিলেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে। তবে দুই পক্ষের অগ্রগতি না হওয়ায় তিনি প্রায়ই হতাশা প্রকাশ করেছেন।
'মূল কারণ' শব্দগুচ্ছটি ক্রেমলিনের সেই যুক্তির সারাংশ, যেখানে তারা দাবি করে—ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ দিতে না পারে এবং পশ্চিমা জোট যেন রাশিয়ার ওপর হামলার জন্য ইউক্রেনকে ব্যবহার না করে, সেটি ঠেকাতেই তারা যুদ্ধ শুরু করতে বাধ্য হয়েছে।
ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা বলছে, এটি একটি অজুহাত। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি সাম্রাজ্যবাদী ধাঁচের যুদ্ধ। তবে, এর আগে দেওয়া কয়েকটি প্রকাশ্য বক্তব্যে ট্রাম্প মস্কোর সেই অবস্থানের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, যেখানে তারা ইউক্রেনের ন্যাটো সদস্যপদ মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
পুতিন ও ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উশাকভ।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, 'রুশ পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধ, মতানৈক্য ও সংঘাতের সমাধানকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে।'
গত মাসে ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বোমারু বিমান দিয়ে হামলা চালান। মস্কো এটিকে বিনা উসকানিতে নেওয়া পদক্ষেপ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছে।