ইউক্রেন যুদ্ধের ‘নায়ক’ ‘জেনারেল ব্রেকথ্রু’ রাশিয়ার স্থলবাহিনীর নতুন প্রধান

ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 'জেনারেল ব্রেকথ্রু' নামে খ্যাত কর্নেল জেনারেল আন্দ্রেই মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৬ মে) রাশিয়ার সরকারি দৈনিক রসিস্কায়া গেজেটা এ তথ্য জানায়।
১৯৭৬ সালে তৎকালীন সোভিয়েত নিয়ন্ত্রিত কাজাখস্তানে জন্মগ্রহণকারী এই কর্নেল জেনারেল গত বছর রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'হিরো অব রাশিয়া' উপাধিতে ভূষিত হন। তিনি এর আগে রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২২ সালে তিনি ইউক্রেনের মারিউপোলে অবস্থিত আজভস্তাল স্টিল কারখানায় প্রায় ৮০ দিনব্যাপী অবরোধের পর ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করার অভিযানে নেতৃত্ব দেন মর্দভিচেভ।
২০২৪ সালে দনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর দখলের সময়ও তিনি রুশ বাহিনীর কমান্ডার ছিলেন। এই দুটি অভিযানে তার নেতৃত্ব রুশ সামরিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
রসিস্কায়া গেজেটা জানায়, দনেৎস্ক অঞ্চলের পশ্চিম দিকে অগ্রসর হতে থাকা রুশ বাহিনীর নেতৃত্বেও ছিলেন মর্দভিচেভ। তার নেতৃত্বেই সেলিদোভে, কুরাখোভে ও ইউক্রেইনস্ক শহরগুলো পুনর্দখল করে রুশ সেনারা।
এর আগে তিনি সিরিয়ার সংঘাতেও রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।
মর্দভিচেভ রুশ স্থলবাহিনীর প্রধান হিসেবে ওলেগ সালিউকভের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সালিউকভকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
৬৯ বছর বয়সি সালিউকভকে পরে জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রেমলিনের শীর্ষ পরামর্শমূলক সংস্থা হিসেবে এই পরিষদ জাতীয় নিরাপত্তা নীতির সমন্বয় ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে, যার সভাপতিত্ব করেন পুতিন নিজেই।
অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা