ফ্রন্টলাইনে ফিরছেন রুশ কমান্ডার পোপভ: শাস্তির মাঝেই মুক্তির আশার খোঁজ?

পোপভ আর আগের ৫৮তম ইউনিটে ফিরছেন না। এবার তাকে স্টর্ম জেড নামের একটি ইউনিটের নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ইউনিট প্রাক্তন বন্দিদের নিয়ে গঠিত এবং উচ্চ-ক্ষয়ক্ষতির সম্মুখ আক্রমণের জন্য পরিচিত।