৭৭ ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘যথাযথ প্রতিক্রিয়া’ দেখাচ্ছে।

ফাইল ছবি: সংগৃহীত
পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা সূত্র।
সূত্র জানায়, ৮ মে সন্ধ্যা পর্যন্ত ২৯টি ড্রোন ভূপাতিত করা হয়। এরপর গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত আরও ৪৮টি ড্রোন গুলি করে নামানো হয়। এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও নজরদারির কাজে ব্যবহৃত করা হচ্ছিল বলে সূত্রটি জানিয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী 'যথাযথ প্রতিক্রিয়া' দেখাচ্ছে।