দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের মুখে পোল্যান্ড: প্রধানমন্ত্রী টাস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পোল্যান্ড এখন সবচেয়ে বড় সংঘাতের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।
ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী টাস্ক জানান, পোল্যান্ড ন্যাটোর সঙ্গে চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে তাদের ভূখণ্ড, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তবে জোটের সদস্যরা একসঙ্গে আলোচনা করবে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, 'মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতভর পোল্যান্ডের আকাশসীমায় ১৯ বার ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে।'
এর আগে ড্রোন অনুপ্রবেশের ঘটনাগুলোর কারণে যে উত্তেজনা তৈরি হয়েছিল, এ নতুন ঘটনা তা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, 'আমি বলছি না যে আমরা যুদ্ধের কাছাকাছি আছি, তবে একটি সীমা অতিক্রম করা হয়েছে। আর এটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বিপজ্জনক।'
তিনি আরও বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ঘটনা আমাদেরকে সংঘাতের কাছাকাছি নিয়ে গেছে।'
তিনি জানান, অন্তত তিনটি ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আরেকটি ড্রোন ভূপাতিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জানান, যে ড্রোনগুলো নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল, সেগুলো ভূপাতিত হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই ন্যাটো চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করতে আমরা আনুষ্ঠানিকভাবে মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শের আবেদন জানিয়েছি।'
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্যারোলিনা গালেচকা জানান, দেশটিতে সাতটি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
পূর্ব পোল্যান্ডের উইরিকি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন বা অনুরূপ বস্তু আঘাত হানে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় মেয়র।
দেশটির পূর্বাঞ্চলীয় লুবলিন অঞ্চলের চোসনভকা গ্রামে একটি ক্ষতিগ্রস্ত ড্রোন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
একই অঞ্চলের জামোসচ জেলা প্রসিকিউটর অফিস জানায়, চেজনিকি শহরের এক কবরস্থানের কাছে ড্রোনের যন্ত্রাংশের সন্ধান পাওয়া গেছে।
এছাড়া মধ্য লজ অঞ্চলের মনিশকভ গ্রামে একটি মাঠে আরেকটি ড্রোন পাওয়া গেছে।