ন্যাটোর ৪ নং অনুচ্ছেদ সক্রিয় করার আহ্বান পোল্যান্ডের, এর অর্থ কী

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ামূলক ব্যবস্থায় তাদের সামরিক জোট ন্যাটো কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। এই সংঘাতে এবার আরও সরাসরি জড়িয়ে পড়ছে ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, মঙ্গলবার রাতভর রাশিয়ার বিপুল সংখ্যক ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে—যার কিছু সরাসরি হুমকির মুখে ফেলেছিল দেশটিকে।
এর জবাবে পোল্যান্ড ন্যাটো চুক্তির ৪ নং অনুচ্ছেদ সক্রিয় করার আহ্বান জানায়।
রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘিত হলেও এ ধরনের ঘটনা এত ব্যাপক আকারে আর কখনো ঘটেনি—না পোল্যান্ডে, না ন্যাটোর পূর্ব সীমান্তবর্তী অন্য কোনো পশ্চিমা রাষ্ট্রে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, "গতরাতে পোল্যান্ডে আমরা ইউরোপের সবচেয়ে গুরুতর আকাশসীমা লঙ্ঘন দেখেছি, যা ইচ্ছাকৃত বলেই প্রমাণ মিলছে, দুর্ঘটনাবশত নয়।"
এদিন ন্যাটোর যুদ্ধবিমান পোল্যান্ডকে সহায়তা করে রুশ ড্রোনগুলোকে ঠেকাতে সাহায্য করে। পরে ডোনাল্ড টাস্ক পোল্যান্ডের অপারেশনাল কমান্ড ও ন্যাটো পাইলটদের ধন্যবাদ জানান দেশটির আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ান ড্রোন ভূপাতিত করার জন্য।
পোল্যান্ড ১৯৯৯ সালে ন্যাটোতে যোগ দেয়। দেশটি অনুচ্ছেদ ৪ ও ৫–এর সুরক্ষার আওতায় রয়েছে।
তাহলে অনুচ্ছেদ ৪ ও ৫ আসলে কী? এবং এবার কী হতে পারে?
অনুচ্ছেদ ৪ কী?
ন্যাটো একটি প্রতিরক্ষামূলক সামরিক জোট, যেখানে ৩০টি দেশ সদস্য—২৭টি ইউরোপীয় দেশ, উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা, এবং তুরস্ক।
১৯৪৯ সালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, নরওয়ে, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, আইসল্যান্ড, ডেনমার্ক ও কানাডা এই চুক্তি স্বাক্ষর করে জোটের সূচনা করে।
ন্যাটোর যেকোনো সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পরামর্শ ও সর্বসম্মতির ভিত্তিতে গৃহীত হয়।
চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র তাদের আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়লে ন্যাটোর সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা—নর্থ আটলান্টিক কাউন্সিল (এনএসি)—এর বৈঠক আহ্বান করতে পারে।
এটি মূলত জরুরি পরামর্শ চাওয়ার একটি প্রক্রিয়া, যার পর প্রয়োজনে যৌথ পদক্ষেপ নেওয়া হয়।
রাশিয়ান ড্রোন আক্রমণের পর বুধবার পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে অনুচ্ছেদ ৪ সক্রিয় করার অনুরোধ জানায়।
এর আগে ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ড বাড়ার প্রেক্ষিতে পোল্যান্ড অনুচ্ছেদ ৪–এর আশ্রয় নিয়েছিল।
সবশেষে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া একযোগে অনুচ্ছেদ ৪ সক্রিয় করেছিল। তখন এটি ষষ্ঠবারের মতো কার্যকর হয় এবং কখনো এতগুলো দেশ একসঙ্গে তা করেনি।
৭০ বছরের বেশি সময়ে অনুচ্ছেদ ৪ মোট সাতবার সক্রিয় হয়েছে।
অনুচ্ছেদ ৫ কী?
ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, আক্রমণাত্মক অভিযান চালানো এর মূল উদ্দেশ্য নয়। এর কেন্দ্রে রয়েছে অনুচ্ছেদ ৫, যেখানে সমষ্টিগত প্রতিরক্ষার নীতি গ্রহণ করা হয়েছে।
এটি সংক্ষেপে, ন্যাটোর কোনো এক সদস্যের ওপর আক্রমণ মানে সব সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ।
মাত্র একবার, ২০০১ সালের ৯/১১ হামলার পর, অনুচ্ছেদ ৫ সক্রিয় হয়েছিল। তখন সব সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসে, যা আফগানিস্তানে মার্কিন অভিযানে ন্যাটো মিত্রদের অংশগ্রহণের পথ খুলে দেয়।
ইউক্রেনের সঙ্গে ন্যাটোর একাধিক সহযোগিতা চুক্তি থাকলেও দেশটি এখনো সদস্য নয়। তাই অনুচ্ছেদ ৫–এর সুরক্ষা তাদের ওপর প্রযোজ্য নয়। এ কারণেই পশ্চিমা সেনাদের সরাসরি ইউক্রেনকে রক্ষার জন্য এপর্যন্ত মোতায়েন করা হয়নি।