'প্রটোকল' ভেঙে তারেক রহমানের সঙ্গে ডাকসুর ভিপি-এজিএস প্রার্থীর উপস্থিতির অভিযোগে কর্মসূচি বয়কট ছাত্রদলের একাংশের
দলের 'সাংগঠনিক চেইন অব কমান্ড' ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি ও এজিএস পদপ্রার্থীর উপস্থিতির অভিযোগ তুলে সংগঠনটির একটি কর্মসূচি 'বয়কট' করেছেন ছাত্রদলের একাংশ।
এ ঘটনার জেরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাত্রদলের প্রস্তুতকৃত বুথগুলোতে সংগঠনটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্তত চার জন প্রথম সারির নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে শরীফ ওসমান হাদীর কবর জিয়ারতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের ঠিক পেছনের সারিতে অবস্থান করতে দেখা যায় বিগত ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান এবং এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদকে। তাদের পরের সারিতে অবস্থান করতে দেখা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে।
আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক পদে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'আমিও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। যদি আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক (আবিদুল ইসলাম খান) সমাধিস্থলে প্রবেশ করতে পারে, তাহলে আমি কেন পারব না—এই প্রশ্নে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জবাব চেয়েছি।'
অন্যদিকে আরেক যুগ্ম সম্পাদক বলেন, 'বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চেইন অব কমান্ড না থাকায় এবং ধারাবাহিক ভাবে বিশৃংখলার কারনে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের নেতাকর্মীরা আজকের কর্মসূচী বয়কট করেছি৷'
যদিও আবিদুল ইসলাম খান অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারেক রহমানের সিদ্ধান্ত ও নির্দেশনাতেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে এবং নির্দেশে উনাকে আমি গাড়ি থেকে নামাই এবং কবর জিয়ারত করি। এখানে পুরোটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ছিল।'
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কথা বলতে অপারগতা প্রকাশ করেন। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখিত বক্তব্য দেওয়ার কথা জানালেও পরবর্তীতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
