জাকসুর ভিপি কে এই জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু।
ভোটগ্রহণের ৪৫ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।
কে এই জিতু
জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সেখানে শীর্ষ পদে অর্থাৎ ভিপি পদে জয়লাভ করে আলোচনায় এসেছেন জিতু।
জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' নামের একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক। তিনি তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
জুলাই আন্দোলন শুরু থেকেই জিতু সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। ছাত্র সংগ্রামের সঙ্গে জড়িত থাকায় ক্যাম্পাসে তার জনপ্রিয়তা বেড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে তিনি আহত হন। পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন পরিচালনা করেন।
পরবর্তীতে জিতু 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভিপি জিতু সাংবাদিকদের বলেন, 'আমি আমার জয় প্রয়াত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ম্যামকে উৎসর্গ করছি। আমি নির্বাচিত হওয়ার আগেও অনেক ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে যেমন শিক্ষার্থীদের পাশে ছিলাম, নির্বাচিত হওয়ার পরও সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যাণের আগের মতো কাজ করে যাবো।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। ভোটগ্রহণের দুদিন পর আজ শনিবার ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।