জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাহাঙ্গীরনগরের সিনেট হলের নামকরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নামকরণ করা হয়েছে। এখন থেকে হলটি 'জান্নাতুল ফেরদৌস সিনেট হল' নামে পরিচিত হবে।
বুধবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেট হলের নাম পরিবর্তন করে 'জান্নাতুল ফেরদৌস সিনেট হল' রাখা হয়েছে।
গত বছরের ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রয়াত জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুর সময় তিনি জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
