জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।

আব্দুর রশিদ জিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক।
আরও পড়ুন: জাকসুর ভিপি কে এই জিতু
অন্যান্য পদে জয়ী যারা
সহ-সাধারণ সম্পাদক (এজিএস)- ফেরদৌস আল হাসান
এজিএস (নারী)- আয়েশা সিদ্দিকা মেঘলা
শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু উবায়দা উসামা
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক- সাফায়েত মীর
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- জাহিদুল ইসলাম বাপ্পি
সাংস্কৃতিক সম্পাদক- জিসান আহমেদ
সহ-সাংস্কৃতিক সম্পাদক- রায়হান উদ্দিন
নাট্য সম্পাদক- রুহুল ইসলাম
ক্রীড়া সম্পাদক- মাহমুদুল হাসান কিরণ
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মাহাদী হাসান
সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা লুবনা
আইটি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক- রাশেদুল ইমন লিখন
সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক- আহসান লাবিব
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (পুরুষ)- তৌহিদ হাসান
সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (নারী)- নিগার সুলতানা
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক
পরিবহন ও যোগাযোগ সম্পাদক- তানভীর রহমান
কার্যকরী সদস্য
ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, তরিকুল ইসলাম, আবু তালহা ও মোহাম্মদ আলী চিশতী।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভিপি জিতু বলেন, 'আমি আমার জয় প্রয়াত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ম্যামকে উৎসর্গ করছি। আমি নির্বাচিত হওয়ার আগেও অনেক ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে যেমন শিক্ষার্থীদের পাশে ছিলাম, নির্বাচিত হওয়ার পরও সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে শিক্ষার্থীদের কল্যাণের আগের মতো কাজ করে যাবো।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। ভোটগ্রহণের দুদিন পর আজ শনিবার ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।