ভারতের সেনা আগ্রাসন আসন্ন: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

আজ সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, 'গত সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলার পর প্রতিবেশী ভারতের সামরিক আগ্রাসন আসন্ন। এর ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।'
কাশ্মীরের ওই হামলায় ২৬ জন নিহত হবার ঘটনায় ভারতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। দুই দেশই কাশ্মীরের মালিকানা দাবি করে এবং এ নিয়ে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে দু'টি যুদ্ধও হয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে।
ইসলামাবাদে নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'আমরা আমাদের বাহিনীকে শক্তিশালী করেছি, কারণ এখন এটি [সেনা আগ্রাসন] আসন্ন। এ পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।'
আসিফ বলেন, 'ভারতের উস্কানিমূলক বক্তব্য বাড়ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় আগ্রাসন সম্পর্কে অবগত করেছে।'
তবে কেন তিনি আগ্রাসন আসন্ন মনে করছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি।
কাশ্মীরের হামলার পর ভারত দুজন সন্দেহভাজন জঙ্গিকে পাকিস্তানি বলে চিহ্নিত করেছে। অন্যদিকে ইসলামাবাদ যেকোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
আসিফ আরও বলেন, 'পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং আমাদের অস্তিত্বের সরাসরি হুমকি এলে তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো।'