এল পাইসের বিশ্লেষণ: স্বৈরশাসককে উৎখাতের চেয়ে নেতৃত্বহীন একটি দেশ শাসন করাটাই কঠিন

২০০৩ সালের ইরাক বিশ্বকে দিয়েছে একজন স্বৈরশাসকবিহীন বাস্তবতা, কিন্তু রেখে গেছে আরও বিপজ্জনক একটি পৃথিবী। ভেনেজুয়েলাতেও এখন একই রকম কিছু ঘটছে: এবার স্বৈরশাসক নেই, কিন্তু তার শাসনব্যবস্থা রয়ে গেছে।