Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 04, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 04, 2025
ভ্যাট বৃদ্ধির পরিকল্পনায় এনবিআর; এই গ্রীষ্মে দাম বাড়বে এসি, ফ্রিজের মতো পণ্যের

অর্থনীতি

রিয়াদ হোসেন
29 April, 2025, 08:20 am
Last modified: 29 April, 2025, 08:28 am

Related News

  • রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা
  • ডাবের আশ্চর্য শহরযাত্রা!
  • আর্থিক খাতে অগ্রগতি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক: অর্থ উপদেষ্টা
  • নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য কাঁচামাল আমদানির সুবিধা বাড়াল এনবিআর
  • কাজের মাঝেই হঠাৎ এনবিআর সংস্কার কমিটি ভেঙে দিল সরকার

ভ্যাট বৃদ্ধির পরিকল্পনায় এনবিআর; এই গ্রীষ্মে দাম বাড়বে এসি, ফ্রিজের মতো পণ্যের

রিয়াদ হোসেন
29 April, 2025, 08:20 am
Last modified: 29 April, 2025, 08:28 am

ইনফোগ্রাফিক: টিবিএস

মাত্র ছয় মাস আগে ফ্রিজ ও এয়ার-কন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর করপোরেট কর দ্বিগুণ করার পর, এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। এর ফলে প্রচণ্ড গরমের এই সময়ে ভোক্তাদের ওপর চাপ আরও বাড়বে, যখন অর্থনীতিও চাপের মধ্যে রয়েছে।

বর্তমানে উৎপাদন পর্যায়ে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ওপর  হ্রাসকৃত ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যা স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ১৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা করছে। একইভাবে, মোবাইল ফোন তৈরিতে স্থানীয় মূল্য সংযোজনের ওপর নির্ভর করে ৫ ও ৭.৫ শতাংশ হারে যে ভ্যাট রয়েছে, তা বাড়িয়ে যথাক্রমে ৭.৫ ও ১০ শতাংশ করারও প্রস্তাব আছে। ব্যাটারি তৈরির ওপরও বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট দ্বিগুণ হতে পারে।

এ খাতের বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মুদ্রাস্ফীতির মতো বিদ্যমান অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে ভ্যাট বাড়ানো হলে— বিক্রি আরও কমে যেতে পারে, এবং শেষ পর্যন্ত এর বোঝা ভোক্তাদের ওপরই পড়বে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, আগামী মাসের শুরুতে অর্থ উপদেষ্টার কাছে এসব প্রস্তুাব তুলে ধরা হবে। তাঁর ও প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে এই পরিকল্পনা চূড়ান্ত হবে। তারা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে সরকার কর অব্যাহতি কমানোর পদক্ষেপ নিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রেফ্রিজারেটর, ফ্রিজার, ও এসি'র ম্যানুফ্যাকচারিংয়ের বিদ্যমান হ্রাসকৃত হারে ভ্যাট সুবিধার মেয়াদ আগামী জুনে শেষ হতে যাচ্ছে। এই এক্সেম্পশন (অব্যাহতির)  সুবিধা আর না বাড়ানোর বিষয়ে পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এসব পণ্যের ভ্যাটের হার স্ট্যান্ডার্ড রেট বা ১৫ শতাংশ হতে পারে।"

তিনি আরও জানান, "আইএমএফ ভ্যাট এক্সেমশন কমানোর ওপর জোর দিয়েছে। তাছাড়া এই শিল্পগুলো ১৫ বছরের বেশি সময় ধরে কর সুবিধা পেয়েছে এবং এখন নিজেরাই দাঁড়ানোর মতো শক্তিশালী হয়ে উঠেছে।"

২০০৯ সাল থেকে সরকার স্থানীয় শিল্প বিকাশের জন্য ভ্যাট ও কর ছাড় দিয়ে আসছে। ২০১৯ সাল পর্যন্ত ফ্রিজ উৎপাদনে কোনো ভ্যাট ছিল না এবং এখনও কম্পোনেন্ট আমদানি ও স্থানীয় পর্যায়ে সংগ্রহে— কিছু ভ্যাট ছাড় অব্যাহত আছে।

এধরনের প্রণোদনার সুবাদেই আমূল রূপান্তর এসেছে দেশের রেফ্রিজারেটর বাজারে, যেখানে ৯৫ শতাংশ পণ্যই এখন স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।

সম্ভাব্য প্রভাব

চলতি বছরের জানুয়ারিতে রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি ও কম্প্রেসর নির্মাতা কোম্পানিগুলোর করপোরেট আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়, যদিও আগে তাদেরকে ২০৩২ সাল পর্যন্ত কর ছাড় দেয়া হয়েছিল। মাঝপথে এসে নীতি পরিবর্তন করায় বেশ কয়েকটি আদালতের শরণাপন্ন হওয়ায় বিষয়টি এখন বিচারাধীন।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, "গত তিন বছরে ফ্রিজ বিক্রিতে ডিগ্রোথ (নেতিবাচক প্রবৃদ্ধি) হয়েছে, যদিও এসির বিক্রি প্রায় ১২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, চলতি বছর মোবাইল হ্যান্ডসেট বিক্রি প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।"

তিনি বলেন, এখন ভ্যাট বাড়ানো হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে।

বর্তমানে উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ— ছাড়াও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট রয়েছে বলে জানিয়েছেন মেসবাহ উদ্দিন। তিনি বলেন, "সব মিলিয়ে ভোক্তা পর্যায়ে ভ্যাটের ভার আসে প্রায় ১০ শতাংশ। উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হলে— ভোক্তার উপর ভ্যাটের বাড়তি প্রেশার আসবে প্রায় ৫ শতাংশ।"

তবে কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া, ব্যবস্থাপনা অংশীদার (স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি) বলেন, "ফ্রিজ ও এসি শিল্প প্রায় দেড় দশক ধরে সরকারি সহায়তা পেয়েছে।  এসব শিল্প এখন অনেকটা স্বয়ংসম্পূর্ণ। ফলে সরকারকে এধরনের ট্যাক্স এক্সেম্পশন ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।"

বাজার পরিস্থিতি

একটা সময়ে বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত ফ্রিজ এখন সাধারণ গৃহস্থালী পণ্য হয়ে উঠেছে— বিদ্যুৎ সুবিধা বাড়া, ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও সাশ্রয়ী মূল্যে দেশীয় পণ্যের উপলদ্ধতার কারণে।

বর্তমানে দেশের ফ্রিজ বাজারের আকার ১২,০০০ কোটি টাকার বেশি, বছরে প্রায় ৩৩–৩৫ লাখ ইউনিট বিক্রি হয় এবং বাজারটি প্রতি বছর গড়ে ১০ শতাংশ হারে বাড়ছে। স্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন, যমুনা ইলেকট্রনিক্স, ভিশন ইলেকট্রনিক্স (প্রাণ-আরএফএল গ্রুপ) এবং সিঙ্গার বাংলাদেশ বাজারে আধিপত্য করছে।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে এসি বিক্রি হয়েছে ৬.২ লাখ ইউনিট, এবং এই বাজারের প্রত্যাশিত বার্ষিক গড় প্রবৃদ্ধির হার প্রায় ১৪ শতাংশ।

দেশে ফ্রিজ বাজারে এককভাবে সবচেয়ে বড় হিস্যা ওয়ালটনের। ভ্যাট বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য জানতে চাওয়া হলে তারা কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

ইলেকট্রো মার্ট দেশের শীর্ষ আরেকটি এসি প্রস্তুতকারক, যারা গ্রি ব্র্যান্ডের এসি বিপণন করছে। কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার জানান, "বর্তমানে এক টনের গ্রি এসির দাম ৫৯,২০০ টাকা। ভ্যাট বাড়লে প্রতি ইউনিটে ভোক্তাদের অতিরিক্ত ৩ হাজার টাকা গুনতে হবে।"

তিনি আরও বলেন, "আমরা আশা করেছিলাম এই বছর বিক্রি বাড়বে, কিন্তু গরম তুলনামূলক কম হওয়া ও অর্থনীতির মন্থর গতির কারণে— বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়েছে।"

এসি এখন আর বিলাসপণ্য নয়, বরং প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে, উল্লেখ করেন আফসার। তিনি বলেন, "ভ্যাট বৃদ্ধি যদি ধীরে ধীরে করা হতো, তাহলে ভোক্তাদের জন্যও মানিয়ে নেওয়া সহজ হতো।"

মোবাইল বাজারের সংকট

একটা সময় পর্যন্ত ছাড় দেওয়ার পর—গত তিন বছর ধরে মোবাইল হ্যান্ডসেট নির্মাতাদের ওপর ভ্যাটের চাপ বাড়াচ্ছে এনবিআর। সম্প্রতি রাজস্ব বোর্ড স্থানীয়ভাবে কমপক্ষে দুটি কম্পোনেন্ট উৎপাদন করা প্রতিষ্ঠানগুলোর ওপর ৫ শতাংশ এবং সম্পূর্ণ আমদানিকৃত উপকরণে তৈরি মোবাইলের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। উভয় ক্ষেত্রেই এটি ২.৫ শতাংশ হারে বাড়তে পারে বলে জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা।

ট্রান্সসিয়ন বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক (ট্রান্সসিয়ন হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেটি টেকনো, আইটেল, ইনফিনিক্স ব্র্যান্ডের মালিক) টিবিএসকে বলেন, "বর্তমানে মোবাইল ফোনের গ্রে মার্কেটের আকার প্রায় ৫০ শতাংশ। ভ্যাট বাড়ালে এবং গ্রে মার্কেট নিয়ন্ত্রণ না করলে, বৈধ ও অবৈধ পণ্যের দামের ফারাক আরও বাড়বে, এবং গ্রাহকরা অবৈধ পথে আসা মোবাইল কিনবে।"

তিনি বলেন, এতে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেট একদিকে ভোক্তাকে বেশি দামে কিনতে হবে, অন্যদিকে গ্রে মার্কেটের সাইজ আরো বড় হবে। কেননা দামের গ্যাপের কারনে ক্রেতা ওই পণ্যের দিকে আরো ঝুঁকবে" –বলেন তিনি। 
তিনি আরও জানান, "২০২৪ সালে প্রায় ৭৯ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। চলতি বছর ভ্যাট বৃদ্ধি ও অন্যান্য কারণে বিক্রি ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।"

আইএমএফের পক্ষ থেকে রাজস্ব বৃদ্ধির চাপ থাকলেও রেজওয়ানুল হক সতর্ক করে বলেন যে, গ্রে মার্কেট বা অবৈধ হ্যান্ডসেট বন্ধ না করে ভ্যাট বাড়ালে তাতে সরকারের রাজস্ব বাড়বে না, বরং অবৈধ হ্যান্ডসেট বিক্রি বাড়বে।

ফেয়ার গ্রুপের মেসবাহ উদ্দিনও একই শঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ না নিয়ে ক্রমাগত ট্যাক্স বাড়ানো হলে— স্থানীয় শিল্প বিপদের মধ্যে পড়বে এবং বিক্রি আরো কমতে পারে। 

 

Related Topics

টপ নিউজ

ভ্যাট / এসি / ফ্রিজ / এনবিআর / স্থানীয় শিল্প / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশি ওয়াচ মেকার: দেশের প্রথম হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান
  • শরীয়তপুর–চাঁদপুর সেতু প্রকল্পের ধারণাগত নকশা। ৮ দশমিক ০৪ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি হবে বাংলাদেশের দীর্ঘতম ক্যাবল-স্টেইড সেতু। ছবি: সংগৃহীত
    বিদেশি অর্থায়নে গতি পাচ্ছে শরীয়তপুর–চাঁদপুর সেতু প্রকল্প
  • অচলাবস্থা: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কেন চালু হচ্ছে না?
    অচলাবস্থা: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কেন চালু হচ্ছে না?
  • কেওক্রাডং পাহাড় চূড়া থেকে দেখা যায় বম সম্প্রদায়ের দার্জিলিং পাড়া। ছবি: টিবিএস
    ৩ বছর পর খুলল অন্যরকম নিসর্গ কেওক্রাডং; ট্রেকিং নয়, গাড়িতে চড়েই যাওয়া যাচ্ছে চূড়ায়
  • ছবি: আর্কাইভ ফটোস
    ভীষণ অলস, আনাড়ি সেনাপতি আর বিড়াল-বিদ্বেষী; হিটলারের যে দিকগুলো এখনো বলা হয়নি
  • ছবি: সংগৃহীত
    মিরপুরে চালক-হেলপারকে মারধর, যাত্রীদের নামিয়ে বাসে আগুন

Related News

  • রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা
  • ডাবের আশ্চর্য শহরযাত্রা!
  • আর্থিক খাতে অগ্রগতি, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক: অর্থ উপদেষ্টা
  • নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য কাঁচামাল আমদানির সুবিধা বাড়াল এনবিআর
  • কাজের মাঝেই হঠাৎ এনবিআর সংস্কার কমিটি ভেঙে দিল সরকার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশি ওয়াচ মেকার: দেশের প্রথম হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান

2
শরীয়তপুর–চাঁদপুর সেতু প্রকল্পের ধারণাগত নকশা। ৮ দশমিক ০৪ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি হবে বাংলাদেশের দীর্ঘতম ক্যাবল-স্টেইড সেতু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদেশি অর্থায়নে গতি পাচ্ছে শরীয়তপুর–চাঁদপুর সেতু প্রকল্প

3
অচলাবস্থা: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কেন চালু হচ্ছে না?
বাংলাদেশ

অচলাবস্থা: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কেন চালু হচ্ছে না?

4
কেওক্রাডং পাহাড় চূড়া থেকে দেখা যায় বম সম্প্রদায়ের দার্জিলিং পাড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

৩ বছর পর খুলল অন্যরকম নিসর্গ কেওক্রাডং; ট্রেকিং নয়, গাড়িতে চড়েই যাওয়া যাচ্ছে চূড়ায়

5
ছবি: আর্কাইভ ফটোস
আন্তর্জাতিক

ভীষণ অলস, আনাড়ি সেনাপতি আর বিড়াল-বিদ্বেষী; হিটলারের যে দিকগুলো এখনো বলা হয়নি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুরে চালক-হেলপারকে মারধর, যাত্রীদের নামিয়ে বাসে আগুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net