নন-বন্ডেড রপ্তানিকারকদের জন্য কাঁচামাল আমদানির সুবিধা বাড়াল এনবিআর

ব্যাংক গ্যারান্টির বিনিময়ে আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল বা পণ্য আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এ নতুন প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
আগে বন্ড লাইসেন্স থাকা শর্তে এই সুবিধা পেত রপ্তানিকারকরা। কিন্তু নতুন নিয়মে যারা বন্ড লাইসেন্স নিতে পারছে না, তারাও এখন শুল্ক-কর পরিশোধ না করে আমদানি করতে পারবেন। তবে সুবিধা নিতে হলে আমদানিকৃত পণ্যের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, বন্ড লাইসেন্স ছাড়া শুল্কমুক্ত সুবিধা পাওয়ার ফলে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পারবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে।