‘আ.লীগের লোকজন যেন প্রকাশ্যে না থাকে’ নির্দেশনা নিয়ে বিতর্ক, পুলিশ কমিশনার বললেন ‘শব্দগত ভুল’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনা দেখা দিয়েছে। কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাক্ষরযুক্ত ওই অফিস আদেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হয়, 'আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে না থাকতে পারে'।
তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ কমিশনার বলেন, 'এই নির্দেশনায় শব্দগত ভুল রয়েছে।'
জানা গেছে, সম্প্রতি সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। সেখানে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকের পর রোববার (২৮ সেপ্টেম্বর) কমিশনারের সাক্ষরিত নির্দেশনা বিভিন্ন কর্মকর্তার কাছে পাঠানো হয়।
নির্দেশনার এক অংশে উল্লেখ করা হয়— 'ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এসএমপির [সিলেট মেট্রোপলিটন পুলিশ] আওতাধীন এলাকায় কোন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে থাকতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিগণ এ বিষয়ে তদারকি করবেন।'
ফেসবুকে নির্দেশনার এই অংশ ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা চলছে।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি, আইনজীবী সৈয়দা শিরিন আক্তার বলেন, 'নিজের বাসা বাড়িতে থাকার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কেউ যদি মামলার আসামি হয়, যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে; তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। অন্যথায় কাউকে প্রকাশ্যে ঘোরাফেরায় বাধা দেওয়া আইন ও মানবাধিকার লঙ্ঘন।'
বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তাদের বিরুদ্ধে এটি তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত।'
তিনি আরও বলেন, 'এই নির্দেশনায় কিছু শব্দগত ভুল থাকতে পারে। এটি সংশোধন করে আবার আমরা প্রেরণ করবো।'
গত ১০ সেপ্টেম্বর সিলেটের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন আব্দুল কুদ্দুস চৌধুরী। ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এসএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওয়্যারলেসে কড়া হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
ওই বার্তার পর ওয়্যারলেসে আরও এক জ্যেষ্ঠ কর্মকর্তা মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, 'এখন থেকে কোনো এলাকায় মিছিল বা শোডাউন হলে সংশ্লিষ্ট এএসপি (পেট্রোল) ও পরিদর্শককে (পেট্রোল) সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এরপর কমিশনার আরও ব্যবস্থা নেবেন।'
ডিএমপি মিডিয়া উইংয়ের ডিসি তালেবুর রহমান এ বিষয়ে টিবিএসকে বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।'