তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা কেন অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন।
আজ সোমবার সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম 'আলীর' প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
'মুজিব' বায়োপিকে তিশার অভিনয় করাটা ভুল সিদ্ধান্ত ছিল, এখন এমনটা মনে করেন কি না- এ প্রশ্নের জবাবে ফারুকী বলেন, 'আমাদের (তিশা ও ফারুকী) বৈবাহিক জীবন এমন যে আমরা দুজনেই আমাদের পেশাগত সিদ্ধান্তে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে? অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না।'
উপদেষ্টা যোগ করেন, 'অভিনয় তার (তিশা) প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে মুজিব সিনেমা করতে হয়েছে। অভিনয় তার প্রফেশন, এখানে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারি নাই।'
উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব : একটি জাতির রূপকার'-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।