হাঙ্গেরীয় প্রখ্যাত চলচ্চিত্রকার বেলা টার আর নেই
'সাতানতাঙ্গো' ও 'ওয়ার্কমাইস্টার হারমোনিস'-এর মতো কালজয়ী চলচ্চিত্রের স্রষ্টা, বিশ্ববরেণ্য হাঙ্গেরীয় চলচ্চিত্র নির্মাতা বেলা টার আর নেই। ৭০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
হাঙ্গেরিয়ান ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ও গুরুতর অসুস্থতার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা টার মৃত্যুবরণ করেন।
নব্বই দশকে বেলা টারের চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। তার চলচ্চিত্র নির্মাণের বৈশিষ্ট্য ছিল দীর্ঘস্থায়ী শট এবং দার্শনিক গাম্ভীর্য। তার অমর সৃষ্টি 'সাতানতাঙ্গো' সিনেমাটি প্রায় সাড়ে সাত ঘণ্টা দীর্ঘ। মধ্য-ইউরোপীয় সাদাকালো বিষাদময় জীবনবোধের সার্থক রূপকার হিসেবে তাকে গণ্য করা হয়।
তবে বেলা টার নিজে তার সিনেমাগুলোকে ভিন্নভাবে দেখতেন। ২০১১ সালে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরে যাওয়ার পর ২০২৪ সালে ব্রিটিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'তার সিনেমাগুলো ভুল বোঝা হয়েছে।' তিনি বলেছিলেন, 'আমার মতে আমরা আসলে কমেডি তৈরি করছিলাম। যেখানে অনেক হাসির উপাদান ছিল।'
তিনি আরও দাবি করেন, তার কাজগুলো হতাশাবাদী নয়। দর্শকদের উদ্দেশ্যে তার প্রশ্ন ছিল, 'আমার সিনেমা দেখার পর আপনারা কি মানসিকভাবে শক্তিশালী বোধ করেন নাকি দুর্বল? আমি চাই আপনারা শক্তিশালী হয়ে হল থেকে বের হন।'
১৯৫৫ সালে বুদাপেস্টে জন্মগ্রহণ করেন বেলা টার। কিশোর বয়সেই ৮ এমএম ক্যামেরায় তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে তার হাতেখড়ি। ১৯৭৯ সালে 'ফ্যামিলি নেস্ট' নামক বাস্তবধর্মী ড্রামা দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ১৯৮৮ সালে লাসলো ক্রাসনাহোরকাইয়ের সঙ্গে যৌথভাবে লেখা 'ড্যামনেশন' সিনেমার মাধ্যমে তার নিজস্ব নির্মাণশৈলী পূর্ণতা পায়। তার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রের একটি স্বতন্ত্র অধ্যায়ের অবসান হলো।
